নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০১:৪৭ পিএম
আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০১:৫০ পিএম
নেত্রকোণায় মালিকবিহীন ৯৬৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি মিনিট্রাক জব্দ করেছে করেছে বিজিবি। আজ রবিবার (৫ জানুয়ারি) জেলার দুর্গাপুর উপজেলার গোপালপুর এলাকায় এই মিনিট্রাক জব্দ করা হয়।
নেত্রকোণা
ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল
এএসএম কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়।
বিজিবির
পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ৫টার দিকে গোয়েন্দা তথ্যেরভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর
অধীনস্থ নলুয়াপাড়া বিওপির ৬ সদস্যের একটি
বিশেষ টহল দল সীমান্ত পিলার
১১৬১ এমপি হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় একটি মিনিট্রাককে বিজিবি টহল দল থামালে আরোহীরা
ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের বডির নিচের অংশে একটি স্থাপনকৃত ট্রে থেকে ৯৬৩ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
জব্দ
ফেনসিডিলসহ ট্রাকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh