শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটটি অবৈধ ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে । মঙ্গলবার (৭ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ডাদেশ দেন।পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল-মামুন।
অর্থদণ্ডাদেশ প্রাপ্ত ইট ভাটাগুলো হল উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকার মেসার্স এফ.আর ব্রিকস, পাইস্কার মেসার্স ঝিকঝাক এফ.আর ব্রিকস, শিববাড়ীর সুমন ঝিকঝাক ব্রিকস, ধনাকুশার মেসার্স জননী ব্রিকস, বন্দটেকীর মেসার্স বাবা ঝিকঝাক ব্রিকস, গৌড়দ্বারের রুনীগাঁও এলাকার মেসার্স চমক ব্রিকস, মেসার্স তাহের ব্রিকস ও মেসার্স সেভেন স্টার ব্রিকস।
এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুব-ই আলম সিদ্দীক, শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ পরিদর্শক নাছিম উদ্দিন, নকলা থানার এসআই সাদেকুর রহমান, এএসআই নূরল ইসলামসহ পুলিশ সদস্য, সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ইটভাটা জরিমানা ভ্রাম্যমান আদালত শেরপুর
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh