বেনাপোলে মাদকসহ ৯ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোলে দিনব্যাপী চিরুনী অভিযানে আরও ৮ লাখ ৮৬ হাজার ৬৫০ টাকা মূল্যের মাদক ও পণ্য সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বেনাপোল বিওপি, আইসিপি ক্যাম্প, রঘুনাথপুর বিওপি ও শিকারপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও পণ্যের চালান জব্দ করে।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- বিপুল পরিমাণ বিদেশী মদ, ভারতীয় গাঁজা, শাড়ী, থ্রী-পিস, কম্বল, চাদর, লুঙ্গি, পান মসলা, চশমা, ভ্যাকসিন ও কসমেটিক্স সামগ্রী। যার আনুমনিক মূল্য ৮ লাখ ৮৬ হাজার ৬৫০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচারকারীদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। প্রতিনিয়ত এভাবে ভারতীয় পণ্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে চোরাই পথে ভারত থেকে মাদকদ্রব্য আসার কারণে দেশের তরুণ ও যুব সমাজ নির্মম ছোবলে আক্রান্ত হচ্ছে। যা প্রতিরোধে বিজিবির কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে প্রতিদিন অবৈধ মাদক ও পণ্য সামগ্রী জব্দসহ পাঁচারকারী চক্রের আটকের তালিকা ভারি হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh