ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১১:৪১ এএম
আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ১১:৫৮ এএম
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টায় শহরের বার ভবনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় । এ সময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয় ।
শপথ বাক্য পাঠ করান সাবেক সভাপতি অ্যাডভোকেট ইসমাইল হোসেন ।
এ সময় উপস্থিত ছিলেন- নবনির্বাচিত সভাপতি কাজী মো. একরামুল হক আলম ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন- সহসভাপতি কাজী মো. আলাউল হক, সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, হিসাব নিরীক্ষক আশরাফুল আলম, সাহিত্য সংস্কৃতি ও প্রযুক্তি সম্পাদক মুশফিকুর ওয়ালিদ ইমরোজ, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক আনোয়ারুল কবির, ধর্মীয় ও আপ্যায়ন সম্পাদক মোর্শেদ ইমামসহ সদস্য পদে নির্বাচিত মোশাররফ হোসেন, দবির হোসেন, আবু তালেব, আবু তৈয়েব, শামসুজ্জামান লাকি, খান মো. আবুল বাসার স্বপন, সাবিনা ইয়াসমিন, ইহসান উল্লাহ এবং সরদার মো. মনিরুল ইসলাম মিল্টন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঝিনাইদহ ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতি শপথ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh