শেরপুর জেলা শহরের ‘রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপ’-এর ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-জনতা ওই দোকান ভাঙচুর করে। পরে পুলিশ এসে দোকান মালিকসহ এক কর্মচারীকে আটক করে নিয়ে যায়।
গত বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে শহরের রঘুনাথ বাজার রোডে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- দোকান মালিক রাজু ও একজন কর্মচারী। তবে আটক কর্মচারীর নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক মোহাইমিনুল হুমায়ুন জানান, রাত সাড়ে নয়টার দিকে আমরা কয়েকজন রঘুনাথ বাজার রোডে কথা বলছিলাম। হঠাৎ রাস্তায় চলাচলরত মানুষের হইচই শুনতে পাই। লোকজন বলাবলি করতে থাকে- ‘রাজ ক্রোকারিজের ডিজিটাল সাইনবোর্ডে বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা দেখা যাচ্ছে। আমি গিয়েও সেটাই দেখতে পাই এবং ছবি তুলি।
তিনি আরো জানান, এক পর্যায়ে ক্ষুব্ধ ছাত্র-জনতা ওই দোকান ভাঙচুর করে; কর্মচারীর ওপর হামলা চালায়। পরে পুলিশ এলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় দোকানের মালিক রাজু এবং এক কর্মচারীকে আটক করা হয়।
সদর সার্কেল আব্দুল করিম এ খবর নিশ্চিত করেন। বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh