মেহেরপুরে ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভল্ট ভেঙে চুরির ঘটনা ঘটেছে। ভল্টে থাকা ৬ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা নিয়ে গেছে চোর। 

গতকাল বুধবার (৮ জানুয়ারি)  দিবাগত মধ্যরাতে এমন ঘটনা ঘটেছে। 

ইসলামী ব্যাংক দরিয়াপুর এজেন্ট শাখার অফিস সহকারী হাকিমুল ইসলাম বলেন, গতকাল ব্যাংক লেনদেন বন্ধ করার পরে নগদ গ্রহণ ও নগদ প্রদান শেষে হিসাব করে টাকা ভল্টে রেখে শাখা বন্ধ করে চলে যান ব্যাংকের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার সকালে তিনি ব্যাংকটির প্রধান ফটকের তালা খুলে দেখতে পান, ভল্টের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে শাখা ব্যবস্থাপককে ফোন করে বিষয়টি জানান।

শাখা ব্যবস্থাপক আব্দুল গাফফার বলেন, ‘বিষয়টি জানার পরে দ্রুত ব্যাংকে গিয়ে দেখি, জানালার গ্রিল কেটে ব্যাংকে প্রবেশ করে ভল্টে রেখে যাওয়া ৬ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।’

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh