ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে মহেশপুর-খালিশপুর সড়কের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর হোসেন মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে। তিনি ১০ দিন আগে ইমপেক্স মোটরে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহেশপুরের ইম্পেক্স মটরের কর্মচারী সাগর হোসেন সার্ভিসিং করা মোটরসাইকেল ট্রায়েলের জন্য নিয়ে বের হলে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রকি নামের ওই মোটরসাইকেলের মালিক আহত হয়।
ঝিনাইদহ মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঝিনাইদহ মহেশপুর ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ নিহত
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh