নেত্রকোণা জেলার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে সেনাবাহিনীর অভিযানে ৩ জন টিকিট কালোবাজারি গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার টেঙ্গাপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে মো. খসরু (২৫), একই গ্রামের মৃত মুসলিম উদ্দীনের ছেলে ফুল মিয়া (৪৫), জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের মো. আসাদুল্লাহর ছেলের আবু সাইম (২৫)।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে নেত্রকোণা জেলা শহরের সাতপাই এলাকায় স্টেডিয়ামে আর্মি ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সেনাবাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে অভিযান পরিচালনা করে মোহনগঞ্জ রেলস্টেশন থেকে টিকেট কালোবাজারি মো. খসরু, সাইম এবং ফুল মিয়া নামে তিনজনকে আটক করা হয়েছে। তৎক্ষণাৎ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহনগঞ্জ কর্তৃক একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খসরুকে ১০ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, আবু সাইমকে ১০ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং ফুল মিয়াকে ১০ দিনের কারাদণ্ড ও ৯০০ টাকা জরিমানা করা হয়।
পরে মোহনগঞ্জ থানায় গ্রেপ্তারকৃতদের হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম (পিপিএম) জানান, আসামিদের আজ বৃহস্পতিবার জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh