রাঙ্গামাটির কাউখালী উপজেলায় অনুমোদনহীন তিনটি ইটভাটাকে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ভাটাকে জরিমানাও করা হয়। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান চালানো হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের গাড়িছড়া গ্রামের জেবিএম ব্রিকস, আদর্শগ্রামে এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামে এমএন্ডসি ব্রিকস মালিককে ৫০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ইটভাটাগুলো বন্ধ করে নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ভাটার চুল্লির আগুন নিভিয়ে ও ইটগুলো গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম কাজী আতিকুর রহমান বলেন, হাইকোর্টের আদেশে কাউখালী উপজেলার তিনটি অবৈধ ইটভাটাকে ১ লাখ ৫০ টাকা জরিমানা করা হয়েছে এবং ইট ভাতাগুলো বন্ধ করে নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রাঙ্গামাটি কাউখালী ইটভাটা ভ্রাম্যমাণ আদালত
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh