শেরপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্মেলন

‘নিত্যপণ্যের দাম কমাও, জানমালের নিরাপত্তা দাও’- এমন আহ্বানের মধ্যদিয়ে শেরপুরে হয়ে গেল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা প্রতিনিধি সম্মেলন। গতকাল রবিবার (১২ জানুয়ারি) বিকেলে শহরের পৌর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক। 

এসময় তিনি বলেন, গত ৫ জুলাই ছাত্র-শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের চেতনায় সকল বৈষম্যের বিলোপ, অধিকার, ইনসাফ ও মুক্তির যে প্রত্যাশা ও সম্ভাবনা তৈরি হয়েছিল, গত ৬ মাসেই অন্তবর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে অনেকটা পথ হারাবার উপক্রম হয়েছে। দ্রব্যমূল্য নিয়ে এমনিতেই বাজারে নাভিশ্বাস ওঠেছে। তারপরও বিশ্বব্যাংক-আইএমএফের প্রেসক্রিপশনে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের মতো অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্যে নতুন করে শুল্ক ও ভ্যাট আরোপ করায় মরার ওপর খাড়ার ঘা হয়ে ওঠেছে। এতে জনমনে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। তিনি অবিলম্বে নতুন করে শতাধিক পণ্যে আরোপিত শুল্ক ও ভ্যাট প্রত্যাহারে দাবি জানান। 

প্রতিনিধি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. ফিরোজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, সজিব সরকার রতন। এছাড়াও জেলা সিপিবি নেতা আবু আহমেদ খান বাবুল, গোলাম রব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh