নড়াইলে শীতার্তদের পাশে অস্ট্রিয়াপ্রবাসী

নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অস্ট্রিয়াপ্রবাসী সোহেল মুস্তারীর উদ্যোগে আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে ২৫০ জনের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে খুশি অসহায় মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন- মুস্তারী পরিবারের বড় সন্তান শবনম বেগম, ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ, মুন্সী ইশরাত জাহান, সোহেলী মুস্তারী, দোলা মুস্তারী, দিশা মুস্তারীসহ অনেকে।

অস্ট্রিয়াপ্রবাসী সোহেল মুস্তারী বলেন, প্রতিবছরই আমাদের পরিবারের পক্ষ থেকে এলাকার মানুষের জন্য কম্বল বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও ২৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হলো। এছাড়া ঈদসহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের প্রত্যাশা, বিভিন্ন এলাকার বিত্তবানও সবসময় অসহায় মানুষের পাশে থাকবেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh