লক্ষ্মীপুরে উদ্ধারকৃত কষ্টি পাথর প্রায় ৮ বছর পর প্রত্নতত্ত্ব জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। পাথরটি গ্রহণ করে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের গবেষণা সহকারী মো. ওমর ফারুক। তার দাবি, পাথরটির মূল্য সাড়ে চার কোটি টাকা।
আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে জেলা দায়রা জজ আদালতের হল রুমে আনুষ্ঠানিকভাবে কষ্টি পাথর হস্তান্তর করেন লক্ষ্মীপুর সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ এপ্রিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হরিসভা ব্রিজ এলাকা থেকে গভীররাতে কষ্টি পাথরসহ সুমন মজুমদার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ওই বছরের ২ জুলাই পুরাকীর্তি আইন-১৯৬৮ এর ২৩ ধারায় ইব্রাহিম মজুমদার ও আবদুস সাত্তার নামের আরও দুজনসহ সুমন মজুমদারকে আসামি করে রামগঞ্জ থানায় মামলা করেন পুলিশ। পরে ২০২১ সালের ৩০ জানুয়ারি তিনজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ২১ মে প্রায় সাড়ে ৭ বছর পর তিন আসামিকে তিন মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন। এছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও অতিরিক্ত ১০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এদিকে মামলা নিষ্পত্তি শেষে জব্দকৃত কষ্টি পাথরটি প্রত্নতত্ত্ব জাদুঘরে হস্তান্তর করা হয়েছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের গবেষণা সহকারী মো. ওমর ফারুক বলেন, সাড়ে চার কোটি টাকা মূল্যের কষ্টি পাথরটি গ্রহণ করা হয়েছে। প্রায় সাড়ে চার কেজি ওজনের ও প্রায় ১০ ইঞ্চি লম্বা কষ্টি পাথরটি প্রত্নতত্ত্ব জাদুঘরে সংরক্ষণ করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : লক্ষ্মীপুর প্রত্নতত্ত্ব জাদুঘর কষ্টি পাথর
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh