ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে আলিমুর রেজা (৪০) নামে এক বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)৷ গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহমেদ। তিনি বলেন, ভারতের তারকাটা অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। আমরা ফেরত আনার জন্যে যোগাযোগ করেছি।
বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পরপরই তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। বিজিবির পক্ষ থেকে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী সীমান্ত আটক বিএসএফ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh