দেখা করতে বাধা দেয়ায় প্রাণ গেল প্রেমিকার ভাইয়ের

কক্সবাজারের মহেশখালীতে রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে বাধা দেয়ায় প্রেমিকার চাচাতো ভাইকে হত্যা করেছেন এক যুবক। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়ায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ।

নিহত নুরনবী (২০) একই এলাকার ফরিদ আলমের ছেলে। ওই সময় আরও কয়েকজন আহত হন।

পুলিশ জানায়, রাতে সিপাহিপাড়ার সাগর প্রেমিকার সঙ্গে দেখা করতে মাইজপাড়া গ্রামে যান। সেখানে তাদের স্থানীয়রা দেখতে পেয়ে ধাওয়া করেন। পরে স্থানীয়রা মেয়ের চাচা ফরিদুল আলমকে বিষয়টি জানালে তিনি ছেলের বাবা ও স্বজনদের খবর দেন। ছেলের স্বজনরা এলে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে সাগরকে ছেড়ে দেন তারা।

এ ঘটনায় লোকে মুখে জানাজানি ও সম্মানহানি করার ক্ষোভে ফরিদ মিয়া ও তার ছেলে সাগর ২০ থেকে ৩০ জন লোক নিয়ে ফরিদুল আলমের বাড়িতে হামলা চালান। এতে নুরনবীসহ আরও কয়েকজন মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা আহত নুরনবীকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি কাইছার হামিদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh