বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:৫৬ পিএম
আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৫ পিএম
ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে ইটভাটার আগুনে অগ্নিদগ্ধ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান মৃত্যুবরণ করেছেন।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পুলিশের ৩৮তম ব্যাচের এসআই মেহেদী হাসান (বিপি-৯৪২১২৩৮৪৯১) বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন। চার বছর আগে পুলিশে যোগদান করেন তিনি। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার চর কলোনী গ্রামে। ওই গ্রামের মো. জানে আলমের ছেলে মেহেদী।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানিয়েছেন, গত ৬ জানুয়ারি রাতে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে অসাবধানতাবশত ইটভাটার আগুনে অগ্নিদগ্ধ হন। এতে তার শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এসআই মেহেদী হাসান মৃত্যুবরণ করেন। শুক্রবার বরগুনায় নিজ গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে।
এদিকে, এসআই মেহেদী হাসানের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে বরিশাল মেট্রোপলিটন পুলিশে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh