বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে পিঁড়ির আঘাতে আব্দুল জব্বার (৬৫) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর জব্বার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর গ্রামের মৃত খেজের উদ্দীনের ছেলে । তিনি ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য ছিলেন। 

স্থানীয়রা জানায়, ওই গ্রামের বাসিন্দা ময়নুল ইসলামের সঙ্গে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ী হাজিপাড়া গ্রামের আছর আলীর মেয়ে রোজিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে জীবিকার তাগিদে ময়নুল মালদ্বীপে অবস্থান করছেন। দাম্পত্য জীবনে তাদের বনিবনা হচ্ছিল না। সাংসারিক নানা বিষয় নিয়ে কলহের জেরে শুক্রবার শ্বশুরবাড়ি থেকে বিয়ের মালামালসহ বাবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নেন রোজিনা বেগম। 

 বিষয়টি সমাধানের জন্য দুপুর ১২টার দিকে ওই বাড়িতে যান রোজিনার নিকট আত্মীয় স্থানীয় ইউপি সদস্য আব্দুর জব্বার। এসময় বাকবিতণ্ডার এক পর্যায়ে ময়নুলের মা জোবেদা বেগম ও বোন মঞ্জুরাণী পিঁড়ি দিয়ে আব্দুল জব্বারকে আঘাত করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুল জব্বারকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউপি সদস্যের নাতি (১৪) জাহিদ হাসান জানান, নানাকে পিঁড়ি দিয়ে বুকে ও পিঠে আঘাত করে। আমি নানার হত্যাকারীদের বিচার চাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh