নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:৩৩ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:৩৬ পিএম
চট্টগ্রামে মাদক আইসসহ পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় থানার মেহেদীবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৬০ গ্রাম আইস জব্দ করা হয়।
আইসসহ গ্রেপ্তার এএসআই আলমগীর নগর পুলিশের জনসংযোগ শাখায় সহকারী উপ-পরির্দশক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে নগরের মেহেদীবাগ এলাকায় র্যাব সদস্যরা এএসআই আলমগীর হোসেনের প্যান্টের পকেট থেকে ১৬০ গ্রাম আইস উদ্ধার করেন। পরে তাঁকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকবাজার থানায় মামলা হয়েছে।
জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন আজ শনিবার সকালে বলেন, আইসসহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।
এর আগে গত মাসের ৬ ডিসেম্বর নগরের বাকলিয়া কল্পলোক এলাকায় ডাকাতি করতে গিয়ে চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ফারুক মিয়া ছয় সহযোগীসহ গ্রেপ্তার হন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh