নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০১:৩৩ পিএম
আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০১:৩৫ পিএম
দীর্ঘ এক যুগ পর উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নড়াইল পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে গতকাল শনিবার (১৮ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে তেলায়েত হোসেন বাবু ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী হাসান ২১২ ভোট পেয়েছেন। অপরপ্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ১৫৭ ভোট।
বিজয়ী সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান পেয়েছেন ২৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদ বিশ্বাস ২৪৪। এছাড়া রেজাউল খবির রেজা ২৫, মফিজ জমাদ্দার ৪২, দেলোয়ার হোসেন ৩৩ এবং ফজলুল হক ফয়েজ পেয়েছেন ৬ ভোট।
বিজয়ী সাংগঠনিক সম্পাদক এবাদত মিনা পেয়েছেন ২২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান আলী খান ২১৯। অপরপ্রার্থী মহিদুল ইসলাম ১০৭ এবং ইব্রাহিম শেখ ৫৬ ভোট পেয়েছেন।
নড়াইল পৌর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে ছয়জন এবং সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নড়াইল পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন (ভোটার সংখ্যা) ৬৩৯ জন। এর মধ্যে ৬২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গোলাম মোহাম্মদ বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল হক ও তারিকুজ্জামান লিটুসহ দলীয় নেতাকর্মীরা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নড়াইল পৌর বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh