সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের রোগমুক্তি কামনায় দোয়া

নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের কেন্দ্রীয় হাফেজিয়া মাদ্রাসায় লুৎফুজ্জামান বাবরের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে এই দোয়া মাহফিল হয়।

নেত্রকোণা জেলা ছাত্রদলের সহসভাপতি আনোয়ার হোসাইন বাদশাহ’র ব্যক্তিগত উদ্যোগে ওই মাদ্রাসাছাত্রদের দিয়ে প্রথমে কোরআনখানি ও পরে দোয়ার আয়োজন করা হয়। 

এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শরিফ উদ্দিন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh