লালমনিরহাটে শিয়ালের কামড়ে ৯ জন পথচারী জখম হয়েছেন। তাদের একজনের অণ্ডকোষ ও একজনের কান কামড়ে ছিঁড়ে নিয়ে গেছে শিয়াল। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গতকাল সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে একই সময় শহরের সার্কিট হাউজ, পুলিশ লাইন ও বটতলায় এ ঘটনা ঘটে।
পুলিশ লাইন সংলগ্ন মোটরসাইকেল মেকানিক প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম জানান, তার দোকানের সামনেই একটি শিয়াল হঠাৎ প্রবেশ করে পথচারী যাকে পেয়েছে- তাকেই কামড়ে দিয়েছে। এ সময় শিয়ালটিকে কুকুর আক্রমণ করতে গেলে উল্টো শিয়ালটিই কুকুরগুলোকে ধাওয়া দেয়। পরে তিনি ও তার দোকানের কর্মচারী এবং শহরের লোকজন শিয়ালটিকে মারার জন্য ধাওয়া করেও ধরতে পারেনি। কিছুক্ষণ পর শিয়ালটি আবার এসে হামলা করে।
তিনি আরও জানান, ইতোমধ্যে শচিন নামে শ্রমিক নেতার অণ্ডকোষ ও মোখলেস নামে এক মধ্যবয়সী লোকের কান কামড়ে নিয়ে গেছে শিয়াল। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিয়ালের কামড়ে আহত শ্রমিক নেতা জেমস্ পিটার শচিন জানান, জেলা শহরের হাড়িভাঙ্গা থেকে পুলিশ লাইন ও সার্কিট হাউজের সামনে দিয়ে মিশন মোড় যাচ্ছিলেন তিনি। হঠাৎ একটি শিয়াল এসে তাকে হামলা করে। এ সময় শিয়ালটি তার অণ্ডকোষের কিছু অংশ কামড়ে ছিঁড়ে নিয়ে গেছে। পরে একজন পথচারী লাঠি নিয়ে এলে শিয়ালটি পালিয়ে যায়।
সেনামৈত্রী বাজারের মোবাইল ব্যবসায়ী সাব্বির আহমেদ জানান, আমরা কয়েকজন একত্রিত হয়ে শিয়ালটিকে মারতে গেলে শিয়ালটি তাদেরও আক্রমণ করতে আসে। শিয়ালের কামড়ের ভয়ে সড়কের লোকজন ছোটাছুটি করে নিরাপদ স্থানে চলে যায়। এর মধ্যেই শিয়ালটি একটি শিশুসহ একে একে শহরের অনেককে কামড়ে দেয়।
লালমনিরহাট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সামিরা হোসেন চৌধুরী জানান, আমাদের এখানে শিয়ালের কামড়ে আহত চারজন ভর্তি হয়েছেন। এদের মধ্যে আলিফ নামে একজন শিশুও আছে। আহতদের চিকিৎসার পর ভ্যাকসিন দেয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় শচিন ও মোখলেস নামে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এছাড়াও আরও ৫/৬ জন পথচারীকে শিয়াল কামড়িয়েছে বলে তিনি জানতে পেরেছেন। কিন্তু তারা হাসপতালে চিকিৎসা নিতে আসেননি।
বন বিভাগের কর্মকর্তা মাহবুবুল হক জানান, খাবার সংকট এবং বাসস্থানের অভাবে শিয়ালসহ কিছু বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করেছে। লোকজনের মাধ্যমে জানতে পারলাম, ৯/১০ জন পথচারীকে শিয়াল কামড়ে জখম করেছে। আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। তারা জনগণের নিরাপত্তার বিষয়টি দেখছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : লালমনিরহাট শিয়ালের কামড় জখম
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh