সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত

সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ১৬ জানুয়ারি স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা কর্তৃক বাংলাদেশ সচিবালয় ঢাকা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব আবু রাফা মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের এ আদেশ দেয়া হয়। 

বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।

আদেশে উল্লেখ করা হয়, দিরাই উপজেলার সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল জারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা আসকির আলীর নাম বদল করে তার পিতা মৃত আব্দুল মতলিবের নাম দাতা হিসেবে যুক্ত করেন। এ ঘটনায় তার চাচাতো ভাই সাংবাদিক জুসেফ ও জুহান প্রতিবাদ করলে তাদের কুপিয়ে জখম করা হয়। এসব ঘটনা প্রমাণিত হওয়ায় মোয়াজ্জেম হোসেন জুয়েলকে সাময়িক বরখাস্ত করা হয়।

সাময়িকভাবে বরখাস্তের অনুলিপি সুনামগঞ্জের জেলা প্রশাসক ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh