টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০২:৪৩ পিএম
আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ০২:৪৩ পিএম
টাঙ্গাইলের মধুপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২০ জানুয়ারি) রাতে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার মাগন্তিনগর গ্রামের আনোয়ার হোসেন রানা, বগুড়ার নান্দিনারচর এলাকার মোনারুল হাসান মজনু, একই জেলার নান্দিনারচর এলাকার ইলিয়াছ হোসেন, চর ছনপোচা এলাকার হারুন অর রশিদ এবং জামালপুরের ছোনটিয়া বাজার এলাকার হারেজ আলী।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গত ১৪ জানুয়ারি রাতে মধুপুর উপজেলার ইদিলপুর এলাকা থেকে এক ব্যক্তির চুরি করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় সোমবার থানায় মামলা করা হয়। মামলার পর গোয়েন্দা তথ্যে এ ঘটনায় জড়িতসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরির মোটরসাইকেলটিসহ ৫ চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল ছিনতাইয়ের জড়িত থাকার কথা স্বীকার করেছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh