দিনাজপুরের বোচাগঞ্জে সফলভাবে চাষ হচ্ছে শীত প্রধান দেশের ফুল টিউলিপ। জনপ্রতিনিধি হাছিনুর রহমান চৌধুরীর বাগানে ফুটেছে হলুদ রঙের টিউলিপ। দিনাজপুরে বোচাগঞ্জে প্রথমবারের মতো এই ফুল ফোটায় দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছে তার বাগানে।
ফুলচাষিরা বলছেন, ‘টিউলিপের মাধ্যমে দিনাজপুরে যোগ হয়েছে নতুন মাত্রা। উন্নতজাতের এ ফুল জেলায় বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব।’
জানা গেছে, দিনাজপুরের বিরলে কয়েকজন চাষি আছেন- যারা গাঁদা ও গোলাপ ফুল চাষ করে থাকেন। এ ছাড়া দিনাজপুরের নশিপুর এলাকায় কিছু রজনিগন্ধা ফুলের চাষ হয়ে থাকে। সর্বশেষ চলতি বছরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডেও ইউপি সদস্য হাছিনুর রহমান চৌধুরীর বন্ধুগাঁও এলাকায় তার ২ শতাংশ জমিতে ৫টি রঙের টিউলিপ ফুলের চারা রোপণ করেন। এই মধ্যে তার বাগানে কয়েকটি হলুদ টিউলিপ ফুটেছে। এবার জেলায় অমর একুশের ফেব্রুয়ারি, বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসকে ঘিরে দিনাজপুরে গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, লং স্টিক রোজের পর এবারের ভালোবাসা দিবসে ফুলপ্রেমীদের জন্য নতুন উপহার টিউলিপ পাওয়া যাবে।
জনপ্রতিনিধি হাছিনুর রহমান চৌধুরী বলেন, ‘আমার এক ভাতিজা তাসিকুল আলম তপু কোম্পানিতে চাকরি করে। সে পঞ্চগড়ে টিউলিপ চাষ করতে দেখে আমাকে উৎসাহিত করে। তার মাধ্যমে যোগাযোগ করে সেখান থেকে প্রতিটি চারা ১০০ টাকা হিসাবে ৫০০ চারা কিনে পরীক্ষামূলক চাষ শুরু করি। এছাড়াও আমি ইউটিউব দেখে টিউলিপ চাষ শিখছি। শীত মৌসুম দীর্ঘায়িত না হওয়ায় টিউলিপ ফোটাতে তেমন একটা কষ্ট হয়নি। চারা রোপণের ১৩ দিন পরেই কয়েকটি টিউলিপের ফুল ফুটেছে। আগামী ১০ দিনের মধ্যে বাকি সব গাছে টিউলিপ ফুটবে।’
তিনি বলেন, ‘৫০০ চারা ৫০ হাজার টাকা এবং বাঁশ বেড়া ও আনুসাঙ্গিক খরচ ২৫ হাজার টাকা খরচ হয়েছে। দুইজন শ্রমিক কাজ করেন।’
তিনি আরো বলেন, ‘এবার পুরোপুরি সফল হতে পারলে আগামীতে ৪ একর জমিতে টিউলিপ চাষ করব।
বাগানে গিয়ে দেখা গেছে, হাছিনুর রহমান চৌধুরীর দুই শতক জমির বাগানে সারি সারি টিউলিপ গাছ। টিউলিপ ফুটতে শুরু করেছে।
উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহাবুব রহমান বলেন, ‘টিউলিপ চাষ বিষয়ে জানতে পেরে আমরা পরিদর্শনে গিয়েছিলাম। কিছু পরামর্শ দিয়েছি। তিনি দক্ষতার সঙ্গেই টিউলিপ চাষ করছেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা বলেন, ‘একজন জনপ্রতিনিধি টিউলিপ চাষ করছে জেনে আমরা আনন্দিত। টিউলিপের প্রায় ১৫০টি জাত রয়েছে। আমরা সার্বিকভাবে তদারকি করব। ভবিষ্যতে টিউলিপের চাষ আরও বাড়ানো হবে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh