পাবনায় অস্ত্রের মুখে জিম্মি করে ‘মুজিব শতবর্ষে’র আশ্রয়ণ প্রকল্পরের ৬০টি ঘর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। ঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।
আওয়ামী লীগ সরকার ক্ষতায় থাকার সময় মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে ভূমিহীনদের জমিসহ এই ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় পাবনা সদর উপজেলার
ভাঁড়ারা ইউনিয়নের পশ্চিম জামুয়া এলাকায় ঘর পায় ভূমিহীন ৬০টি পরিবার। ছাত্রজনতার
আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই জায়গার ওপর নজর পড়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের।
জায়গাটি নিজেদের বলে দাবি করতে থাকে চক্রটি। গত ৮ আগস্ট রাতে আশ্রয়ণ প্রকল্পরের বাসিন্দাদের অস্ত্রের মুখে ঘর ছাড়তে বাধ্য করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। গুড়িয়ে দেয়া হয় আশ্রয়ণ প্রকল্পের সবগুলো ঘর।
আশ্রয়ণ প্রকল্পের এক বাসিন্দা বলেন, ‘রাতে মুখে কাপড় বেঁধে এসে বলে তাড়াতাড়ি চলে যা। না হলে খবর আছে। তাদের হাতে অস্ত্র আছে। কী বলব, আমরা প্রাণের ভয়ে ঘর ছেড়ে চলে আসছি। পরে আশ্রয়ণ প্রকল্প ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছি।
তবে ওই জায়গায় একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে পাবনা সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলমান আছে দাবি করেন স্থানীয় আকরাম প্রামাণিক, উম্মত প্রামাণিক, আক্কাস প্রামাণিক ও ইসমাইল প্রমাণিক।
সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের বিষয়সহ সার্বিক বিষয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।’
এ বিষয়ে পাবনার জেলা প্রশাসক (ডিসি) মফিজুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পাবনা আশ্রয়ণ প্রকল্প
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh