কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারে ২ লাখ ৫৫ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে জেলা সদরের খুরুশকুল ষ্টীল ব্রীজ সংলগ্ন মাঝিরঘাট ফুটবল মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। 

আটক মাদক কারবারি হলেন ভারুয়াখালী সওদাগরপাড়া এলাকার মৃত লোকমান হাকিমের ছেলে মো. ছলিম (৫৫)। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম ) আ. ম. ফারুক।

তিনি জানান, গোপন তথ্যের মাধ্যমে জানা যায় বাঁকখালী নৌপথে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসছে, সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে র‍্যাব  বিশেষ অভিযান পরিচালনা করে।  র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন মাদক কারবারি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় একজনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত মাদক কারবারির হেফাজতে থাকা কাপড়ের ব্যাগ থেকে দুই লাখ ৫৫ হাজার পিস ইয়াবা এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। 

আটক মাদক কারবারিকে  জিজ্ঞাসাবাদে জানা যায় , তিনি এবং পলাতক মাদক কারবারি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে বিক্রয়ের উদ্দেশ্যে বড় বড় ইয়াবার চালান নিজেদের হেফাজতে মজুদ করতেন এবং চাহিদা মোতাবেক কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রয় করে থাকেন। 

র‍্যাব কর্মকর্তা আ. ম. ফারুক বলেন, মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh