পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে ২০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার (২২ জানুয়ারি) রাত পৌনে ৩টার দিকে উপজেলার লাহেরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ পণ্যের মধ্যে রয়েছে- ১০০ পিস শাড়ি, ১৪ পিস লেহেঙ্গা, ১২ পিস থ্রি পিস, ৩ পিস গ্রাউন এবং ১ জোড়া জুতা। এগুলোর সিজার মূল্য ২০ লাখ ১০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।
নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
একই দিন রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত পিলার ৭৭৫/এমপি হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বগদুলঝোলা এলাকার সুয়েরপাড় এলাকায় অভিযান চালানো হয়। এই সময় ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার সিজার মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পাশের দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও চলবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পঞ্চগড় বোদা ভারতীয় পণ্য জব্দ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh