ইসলামী আন্দোলন বরিশাল জেলা কমিটি ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলামকে সভাপতি, শেখ শামসুল আলম মিলন সহ-সভাপতি এবং মাওলানা কাওছারুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার শূরা অধিবেশন শেষে নব-নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। পরে তিনি নব-নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ করান।

এর আগে সকাল ১০টায় নগরীর একটি অডিটোরিয়ামে শূরা অধিবেশন শুরু হয়। ইসলামী আন্দোলন বরিশাল জেলার সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়েরের সভাপতিত্বে এবং সধারণ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশ বহু আন্দোলন ও সংগ্রামের ফসল। বাংলাদেশের মানুষ স্বাধীনতার আগে ও পরে তাদের অধিকার আদায় ও সাম্য প্রতিষ্ঠার জন্য বারবার রক্ত দিয়েছে। কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য  কখনও পূরণ হয়নি। মুক্তির লক্ষ্যে ৪৭ এ রক্ত দিয়েছে কিন্তু পেয়েছে পাকিস্তানী শোষণ আর নিপীড়ন। ৭১ এ আবার রক্ত দিয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরে এসে সেই লক্ষ্য আজও পূরণ হয়নি।

এমনকি স্বাধীন এদেশে জনগণকে তাদের অধিকার আদায়ে রক্ত দিতে হয়েছে বহুবার। যে যখন ক্ষমতায় গিয়েছে তখন সে লুটেরা, দখলবাজ, ফ্যাসিস্ট এর ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং ভারতের তাবেদারি করেছে। জাতি এগুলো আর মেনে নিতে চায় না।

শূরা অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা মামুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি অধ্যাপক মুহাম্মাদ লোকমান হাকীম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল জেলা সভাপতি শেখ আব্দুল্লাহ নাসির, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি নাসির উদ্দিন রোকন ডাকুয়া, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি হাফেজ মাওলানা সানাউল্লাহ, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি এম এম সালাউদ্দিন প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh