শেরপুর সরকারি কলেজে ‘তারুণ্য মেলা উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে দিনব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২২শে জানুয়ারি) সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ।
উপস্থিত ছিলেন মেলা কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দসহ কলেজের কর্মকর্তা-কর্মচারী ও কলেজের শিক্ষার্থীরা।
পিঠামেলায় বিভিন্ন সৃজনশীল স্টল বসানো হয়েছে। যেখানে অংশ নিয়েছে কলেজের ডিবেটিং সোসাইটি, পরিবেশবাদী সংগঠন, রোভার স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট এবং সাধারণ শিক্ষার্থীরা। স্টলগুলোতে উপস্থাপিত হয়েছে– হরেক রকমের বইয়ের সমাহার, পিঠার বাহার, শেরপুরের অর্থকরী ফসলের প্রদর্শনী, অঞ্চলভিত্তিক ফসলের মানচিত্র, কুটির শিল্পের দৃষ্টিনন্দন প্রদর্শনী, বিতর্ক প্রয়োজনীয়তা ও মুক্তচিন্তার মডেল।
অধ্যক্ষ আব্দুর রউফ বলেন, ‘তারুণ্যের উৎসবের অংশ হিসেবে তারুণ্য মেলা। এই মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন উদ্যোক্তারা আমাদেরই বিভিন্ন ডিপার্টমেন্টের তরুণ শিক্ষার্থী। তারা নিজেরা নিজেদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ অবদান রেখেছে। তারা নিজেরা চাকরি করতে চাচ্ছে না, তারা ম্যাসেজ দিতে চাচ্ছে নিজেরা বিভিন্নভাবে উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরি দেয়ার ব্যবস্থা করবে, নিজেদের স্বাবলম্বী করবে এবং এর মাধ্যমে দেশ বদলাবে, জাতি বদলাবে। এই তারুণ্য উদ্দীপনা আমাদের জাতিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh