জামালপুরে এলজিইডি কর্মকর্তার আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে সানোয়ার হায়দার (৩২) নামে এলজিইডির এক কার্যসহকারী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানোয়ার হায়দার নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলা এলজিইডির বন্যা প্রকল্পের কার্যসহকারী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মীরা জানান, সানোয়ার হায়দারের দাম্পত্য কলহ চলছিল। সপ্তাহখানেক আগে তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। এ ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

স্থানীয় সূত্র জানায়, সানোয়ার সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনের পাশ দিয়ে রাস্তায় হাঁটছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী একটি ট্রেন এলে হঠাৎ দৌঁড়ে তিনি ট্রেনের নিচে দেন। পরে ট্রেনে কাটা পড়ে মুহূর্তেই মারা যান তিনি।

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আশীষ চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh