পিরোজপুরের ইন্দুরকানীতে ঘরের সিঁধ কেটে ঘুমন্ত অবস্থায় মা-মেয়েসহ ৩জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় এবং গোয়েন্দা সূত্রে জানা গেছে, ঢেপসাবুনিয়া গ্রামের মৃধারহাট এলাকার জেলে মো. জাহাঙ্গীর হোসেন বাড়ি না থাকায় একদল দুর্বৃত্ত তার ঘরের সিঁধ কেটে প্রবেশ করে স্ত্রী জেসিমন বেগম (৪৫), মেয়ে ইয়ানা আক্তার (১৩) ও নাতনী জুয়েনা (১৩)কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত জেসমিন বেগমের অবস্থা আশঙ্কাজনক।
জেসমিন বেগমের ভাসুর আবু হানিফ জানান, বৃহস্পতিবার সকালে আমার ভাইয়ের নাতনী আহত অবস্থায় আমাদের ডাকলে আমরা ভাইয়ের বাসায় গিয়ে তার স্ত্রী, মেয়ে ও নাতীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে কে বা কারা কুপিয়েছে তা আমরা জানি না। আমরা অপরাধীদের কঠোর শাস্তি চাই।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা সিটি মেডিকেল হাসাপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh