২৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন স্থানে আজ শুক্রবার (২৪ জানুয়ারি) ও আগামীকাল শনিবার (২৫ জানুয়ারি) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক (সিএম) প্রকৌশলী রানা রায় চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা এইচপি ডিআরএস ও কর্ণফুলী ইপিজেডে বিদ্যমান কম্বাইন্ড রেগুলেটিংয়ের জরুরি রক্ষণাবেক্ষণ করা হবে। এজন্য গ্যাস সরবরাহ কিছু এলাকায় শুক্র ও শনিবার সাময়িক বন্ধ থাকবে।

এদিকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর নেভাল একাডেমি, এয়ার ফোর্স, চট্টগ্রাম ড্রাই ডক, বিমানবন্দর, গুপ্তখাল, ১৫ নম্বর ঘাট ও তার পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস বন্ধ থাকবে।

এ ছাড়া শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত নগরের সল্টগোলা ক্রসিং থেকে পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারি, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, কেইপিজেড, নৌবাহিনী, র‌্যাব-৭, বিমানবাহিনী, স্টিল মিল বাজার ও তার পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh