শীতে জুবুথুবু কুড়িগ্রামের জনজীবন

কুড়িগ্রামে শীত ও ঘন কুয়াশার দাপট বেড়েছে। উত্তরের জেলাগুলোতে শীতের দাপটে কাবু হয়ে পড়েছে জনপদ। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল বাতাস। ৬ দিন ধরে সূর্যের দেখা মিলছে না। এতে ভোগান্তি আর দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। উত্তরের জেলাগুলোতে এই অবস্থা আরও তিন থেকে চার দিন থাকতে পারে বলে জানিয়েছে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিস। আগামী সপ্তাহে তাপমাত্রার উন্নতি হলেও ফের মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাজারহাট উপজেলার হলোখানা ইউনিয়নের কৃষক আবদুর সামাদ বলেন, প্রচণ্ড শীতে জমিতে ধান চাষ করতে সমস্যা হচ্ছে। এছাড়া বীজতলা নষ্ট হচ্ছে বলেও জানান তিনি।

একই ইউনিয়নের বছিরন বেওয়া জানান, শীত নিবারণে শীতবস্ত্র নেই তার। ফলে খুব কষ্টে আছেন তিনি।

আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh