অমুক্তিযোদ্ধাকে মুত্তিযোদ্ধা বানাতে মুক্তিযোদ্ধাদের হাত রয়েছে: ফারুক-ই-আজম

অমুক্তিযোদ্ধাকে মুত্তিযোদ্ধা বানানোর পেছনে বহু মুক্তিযোদ্ধার হাত রয়েছে বলে মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন জায়গা থেকে এটা করা হয়েছে। এগুলোর জন্য মুক্তিযোদ্ধা সংসদকেও সক্রিয় হওয়ার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে আমরা এমন একটা উদ্যোগের মধ্যে যাচ্ছি যে, যারা অমুক্তিযোদ্ধা থেকে মুক্তিযোদ্ধা হয়েছে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে পারবো।

আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগের সকল জেলা এবং উপজেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  বরিশাল বিভাগীয় প্রশাসন এ মতবিনিময় সভা আয়োজন করে।

বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ফারুক-ই-আজম।

তিনি বলেন, নতুন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনঃগঠন করা হয়েছে। তাদের যে মুক্তিযোদ্ধা সংজ্ঞা ও আইন ছিল তা পরিবর্তনের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। এগুলো উপদেষ্টা পরিষদে অনুমোদন হলে আমরা কার্যকর করব।

তিনি বলেন, আমরা একটা অপসন রাখছিলাম, তবে সেটা এখনো ঘোষণা করিনি। যারা স্বেচ্ছায় চলে যেতে চায় তারা যেন এ সুযোগটা গ্রহণ করে। অনেকে আমাদের কাছে, মুক্তিযোদ্ধাদের কাছে, জাতির কাছে ক্ষমা চেয়েছে এখানে তালিকাভুক্ত হওয়ার জন্য।

ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কাজের বিনিয়মে খাদ্য কর্মসূচি বরাদ্দ করা হয়েছে, সেগুলো যাতে যথাযথভাবে সম্পন্ন করতে পারে, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। তাছাড়া মাঠপর্যায়ের কর্মকর্তাদের অভিজ্ঞতা এবং অভিযোগ শোনা হয়েছে। সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে। যেসব কাজ ইতিপূর্বে হয়েছে সে ধরনের কাজগুলো যাতে বিভিন্ন প্রেক্ষাপটে জনজীবনে স্থায়ীভাবে করতে পারে সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। 

এর আগে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh