জমি-নদী ব্যবহার করতে পেরে খুশি মহেশপুর সীমান্তবাসী

দীর্ঘদিন নিজেদের জমি ও নদী ব্যবহার করতে পারত না ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর ইউনিয়নের সীমান্তবর্তী মানুষরা। ভারতীয় বিএসএফ অবৈধভাবে দখল করে রেখেছিল প্রায় ৪.৮ কিলোমিটার এলাকা। মাটিলা সীমান্তের এ বিশাল এলাকা উদ্ধার করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সেসব এলাকায় চাষাবাদ ও নদীর পানিতে মাছ শিকার ও গোসল করতে পেরে এলাকার মানুষ ব্যাপক খুশি।

৫৮ বিজিবি সূত্রে জানা যায়, জেলার একমাত্র সাীমান্তবর্তী উপজেলা মহেশপুরের কোদলা নদী ভারতের বিএসএফ অবৈধভাবে জোর করে দখল করে রেখেছিল ১৯৬১ সাল থেকে। কখনই বাংলাদেশি কোনো মানুষ এ নদী ব্যবহার করতে পারেনি কখনোই। 

তারা জানায়, কোদলা নদী ভারত থেকে বাংলাদেশের মহেশপুরে ঢুকে আবার ভারতে প্রবেশ করেছে। সেখানে প্রায় ৪.৮ কিলোমিটার জায়গা বাংলাদেশের। যা আমরা ব্যবহার করতে পারতাম না, গত ৬ জানুয়ারি তা উদ্ধার করা হয়েছে।

যাদবপুর ইউনিয়নের মাটিলা সীমান্তের কৃষক আমির হোসেন জানান, এখানে দীর্ঘদিন বসবাস করছি। বিগত বছরগুলোতে কল্পনাতেই আনতে পারতাম না যে জমি চাষ করতে পারব। এ বছরের ৬ জানুয়ারি থেকে সে সুযোগ পেয়ে আজ আমরা খুবই আনন্দিত। এখন তারা একদিকে যেমন ধান রোপনে ব্যস্ত সময় পার করছে, অন্যদিকে মাছ ধরা, গোসল করাসহ সবই করছে এখন তারা। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অত্যন্ত কড়াকড়ির মধ্যেই এসব কর্ম চালিয়ে যাচ্ছে সীমান্তের এ মানুষগুলো। ওপাশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীও রয়েছে সতর্কাবস্থায়।

সীমান্তের গৃহবধূ শাহিনা বেগম জানান, প্রায় ২শ বিঘার বেশি জমিতে চলছে ধান চাষ। সেই সাথে উদ্ধার হয়েছে মহেশপুরের কোদলা নদী ও তীরবর্তী প্রায় ৪.৮ কিলোমিটার এলাকা। যা এখন বাংলাদেশের মানুষ ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে। আগে নদীতে নামা তো দূরের কথা হাঁস নামলেও তা নিয়ে যেত বিএসএফ।

কুষ্টিয়া বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন বলেন, এখন থেকে মাটিলা সীমান্তের ৪.৮ কিলোমিটার এলাকায় বাংলাদেশি সীমান্তবর্তী মানুষের ব্যবহার করতে পারবে। কিছুটা ভুল বোঝাবুঝির কারণে বহুকাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আমাদের এ কোদলা নদী ও নদীর পাড় ব্যবহার করতে দিত না। সার্ভে করার জন্য দুই দেশ রাজি হয়েছে। সার্ভে হলে আরো এলাকা বাড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরো জানান, ঝিনাইদহের মহেশপুরে মোট ১১টি বিওপি রয়েছে। যার মধ্যে উদ্ধার হওয়া কোদলা নদীর ৪.৮ কিলোমিটার বিশাল এলাকা মাটিলা সীমান্তে অবস্থিত। ঝিনাইদহের সাথে ভারতের প্রায় ৭০.৪ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, তার মধ্যে কাঁটাতারবিহীন সীমান্ত রয়েছে প্রায় ১০ কিলোমিটার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh