আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত করার দাবিতে ঝাড়ু মিছিল করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। গত সোমবার (২৭ জানুয়ারি) রাত সোয়া ৭টায় শহরের পাওয়ার হাউজ রোড থেকে মিছিলটি বের হয়। এতে দলটির সম্মেলনবিরোধীরা অংশ নেন। এছাড়া যে কোনো মূল্যে সম্মেলন প্রতিহত করারও ঘোষণা দেন মিছিলকারীরা।
ঝাড়ু মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লোকনাথ দিঘীর মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা হয়।
সভায় বক্তারা বলেন, যারা বিগত সময়ে দলের আন্দোলন-সংগ্রামে ছিল না- তাদের নিয়ে সম্মেলন করার পাঁয়তারা চলছে। মূলত একটি পক্ষ বিগত ফ্যাসিস্ট সরকারের লোকজন নিয়ে দল ভারী করে প্রহসনের সম্মেলন আয়োজন করছে। কিন্তু দলের ত্যাগী এবং নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে কোনোভাবেই সম্মেলন করতে দেয়া হবে না। তাই প্রহসনের সম্মেলন স্থগিতের দাবি জানান বক্তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাইনুল হোসেন চপল ও পৌর বিএনপির সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, দুই দফায় পেছানোর পর আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এ সম্মেলনের বিরোধিতা করে আসছেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হকের নেতৃত্বে দলের একাংশের নেতাকর্মীরা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ব্রাহ্মণবাড়িয়া বিএনপি সম্মেলন মিছিল
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh