চট্টগ্রাম-কক্সবাজার রুটে আগামী ১ ফেব্রুয়ারি থেকে নিয়মিত চলাচল করবে দুটি নতুন ট্রেন। এর মধ্যে একটি ‘প্রবাল এক্সপ্রেস’, অপরটি ‘সৈকত এক্সপ্রেস’। চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে দুটি ট্রেন প্রতিদিন চারবার চলাচল করবে। ট্রেনে চার ক্যাটাগরি টিকিটে ভাড়া সর্বোচ্চ ৩৪০ টাকা থেকে সর্বনিম্ন ১৮৫ টাকা। এরই মধ্যে টিকিট বিক্রিও শুরু হয়েছে।
কক্সবাজার আইকনিক স্টেশনের মাস্টার গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন দুটি ট্রেন যাত্রী পরিবহন শুরু করবে। চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে প্রতিদিন দুটি ট্রেন চারবার আসা যাওয়া করবে। নিয়ম অনুযায়ী ১০ দিন আগে থেকে টিকিট বিক্রি শুরু হয়। যদিও বুধবার (২২ জানুয়ারি) থেকে বিক্রি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা হয়নি। বৃহস্পতিবার বেলা ১১টার পর টিকিট বিক্রি শুরু হয়। অনলাইন এবং স্টেশনের কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ১ ও ২ ফেব্রুয়ারি ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়েছে।
কক্সবাজারের বাস টার্মিনালের বাসিন্দা শামসুল আলম বলেন, ‘দীর্ঘদিন পর এই রুটে স্থায়ী ট্রেন চালু হওয়ায় আমাদের জন্যে সুবিধা হয়েছে। দুটি ট্রেন নিয়মিত চলাচল করলে আমাদের সবার জন্যে উপকার হবে। পরিবার নিয়ে চট্টগ্রাম যাব। তাই ট্রেনের টিকিট করতে আইকনিক স্টেশনের কাউন্টারে এসেছি। প্রবাল এক্সপ্রেস থেকে টিকিট নিয়েছি । টিকিট হাতে পেয়ে খুবই ভাল লাগছে।’
আমিন রুবেল নামে আরেক যাত্রী বলেন, ‘আগে চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল ট্রেনের টিকিট পাওয়া যেত না। এখন দুটি ট্রেন কক্সবাজার-চট্টগ্রাম রুটে দিয়েছে। এতে খুবই ভালো হয়েছে। এখন সবসময় ট্রেনের টিকিট পাব বলে আশা করছি।’
কক্সবাজার আইকনিক রেল স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেন নিয়ে যেতে খরচ লাগবে সর্বনিম্ন ১৮৫ টাকা আর সর্বোচ্চ ৩৪০ টাকা। গত ২০ জানুয়ারি রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা কামাল আখতার হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে ট্রেন দুটি চলাচলের বিষয়টি জানিয়ে পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়। প্রতিটি ট্রেনে ৭৪৩টি আসন থাকবে এবং ১৬টি কোচ নিয়ে চলাচল করবে।
কক্সবাজার আইকনিক স্টেশনের মাস্টার গোলাম রব্বানী জানান, নতুন রেলপথ চালুর পর ঢাকা থেকে দুই জোড়া স্থায়ী ট্রেন চললেও চট্টগ্রাম থেকে কক্সবাজার চলাচল করা ট্রেনটি ছিল অস্থায়ী। স্থানীয়দের চাহিদার কথা বিবেচনায় নিয়ে দুই জোড়া আন্তঃনগর ট্রেন উভয়পথে চালানো হবে। ১ ফেব্রুয়ারি থেকে যাত্রী পরিবহন করবে দুটি ট্রেন।
কক্সবাজার চেম্বার অব কর্মাস সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, ‘দীর্ঘদিনের প্রত্যাশা ছিল কক্সবাজার-চট্টগ্রাম রুটে নিয়মিত ট্রেন চলাচল। অবশেষে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে। এটা শুধু পর্যটনের খাতে নয়, এই রুটে দুই জোড়া ট্রেনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে। একই সঙ্গে অনুরোধ করছি, এই রুটে যেন পণ্যবাহী ট্রেনও দেয়া হয়।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : চট্টগ্রাম-কক্সবাজার ১ ফেব্রুয়ারি ট্রেন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh