কুষ্টিয়ায় মিরপুরে মঈনউদ্দিন প্রমানিক (৩৬) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার ধলসা গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মঈনউদ্দিন প্রমানিক ওই গ্রামের মৃত মাজেদ প্রমানিকের ছেলে।
নিহতের ছোট বোন মিলি আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রতিবেশী রাসেলের সঙ্গে তার বিরোধ চলছিল। কিন্তু বেশ কয়েক দিন ধরে রাসেল তার ভাইয়ের সঙ্গে সখ্য গড়ে তোলে। গেল রাত ৯টার দিকে রাসেল তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সকালে এলাকার কয়েকজন মাঠে কাজ করতে গিয়ে মঈনউদ্দিন প্রমানিকের লাশ দেখতে পায়। তাকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে।’
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে একটি কলাবাগান থেকে মঈনউদ্দিন প্রমানিকের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঈনুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জড়িতদের ধরতে কাজ শুরু করেছে তারা।’
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘মইনউদ্দিনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে- তা এখনো জানা যায়নি।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কুষ্টিয়া মিরপুর রাজমিস্ত্রি কুপিয়ে হত্যা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh