শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালুর গাড়ি আটক করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস ঘেরাও করেছেন বালু ব্যবসায়ীরা।
গতকাল সোমবার (২৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দা রানী ভৌমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে অবৈধ বালু ভর্তি মাহিন্দ্র আটক করেন। এ সময় অবৈধভাবে বালু লুটপাটের অভিযোগে চারজনকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র অবৈধ বালু ব্যবসায়ীরা রাত ৮ টার দিকে উপজেলা ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভ করে। এসময় তারা উপজেলা পরিষদের সামনে রাস্তা বন্ধ করে দিয়ে ইউএনও অফিস অবরোধ করে রাখে। এতে নেতৃত্ব দেন শ্রমিক দল নেতা মাসুদ আরমান ও শাহীন। পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অভিযোগের বিষয়ে শ্রমিক দল নেতা মাসুদ আরমান বলেন, ‘আমার বালুর বৈধ কাগজ থাকার পরেও উপজেলা প্রশাসন বালুর গাড়ি আটক ও শ্রমিকদের সাজা দেওয়া হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালুর গাড়ি আটক ও শ্রমিকদের সাজা দেওয়া হলে বালু লুটপাটকারী ইউএনও অফিস ঘেরাও ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে যেকোন মুহূর্তে পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বালু উত্তোলন ইউএনওকে ঘেরাও
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh