কক্সবাজারের টেকনাফে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৬টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ ইটভাটাগুলোর প্রতিটিকে ২ লাখ টাকা করে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানা আদায় ও সিলগালা করে দেওয়া ইটভটাগুলো হলো- টেকনাফের হোয়াইকং দৈংগাকাটার মেসার্স এ আর বি বিক্স, একই এলাকার মেসার্স এম কে বি বিক্স, হোয়াইক্যংয়ের মেসার্স এ এইচ বি বিক্স, মেসার্স এস এম বি বিক্স, মেসার্স কে এন বি বিক্স এবং হোয়াইকং লাতুরিখোলার মেসার্স এম আর বি বিক্স।
গতকাল মঙ্গলবার (২৯ জানুয়ারি) টেকনাফ উপজেলার বিভিন্ন জায়গায় পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক জমির উদ্দিনের উপস্থিতিতে এবং কক্সবাজার জেল পুলিশ, টেকনাফ থানা পুলিশ, র্যাব-১৫ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজা জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে টেকনাফ উপজেলার ৬টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে প্রতিটি ইট ভাটাকে ২ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করে নগদ আদায় করা হয়। এছাড়া ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh