আবারও মেঘনা-গোমতীতে জলদস্যু আতঙ্ক

মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা ও গোমতির নদীতে জলদস্যু  আতঙ্ক বেড়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে ২৫ কিলোমিটার নৌপথ নিয়ন্ত্রণে নিয়ে অস্ত্র ও ইয়াবা ব্যবসা, নৌযানে ডাকাতি ও চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে জিতু বাহিনী।

জানা গেছে, ২০১৫ সালে জলদস্যু জিতু রাঢ়ী  আওয়ামী লীগের তৎকালীন এমপি মৃণাল কান্তি দাসের হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন। এরপর বেপরোয়া হয়ে ওঠে জিতু ও তার বাহিনী। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি আলোচিত হালিম হত্যা মামলার অন্যতম সাক্ষী তৎকালীন গুয়াগাছিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হারুন সরকারের ওপর হামলা করে তার ডান পা কেটে নেয় ডাকাত সরদার জিতু ও তার বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নানা অপরাধ কর্মকাণ্ডের মধ্যে ২০১২ সালের ৩১ মার্চ গজারিয়ার মেঘনা নদীতে ডাকাতি করতে গিয়ে জলদস্যু জিতু ও তার বাহিনী মুন্সীগঞ্জ সদর উপজেলার ১৪ বছরের এতিম কিশোর সাগরকে হত্যা করে । ট্রলার যোগে মতলব থেকে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়ে প্রাণ হারায় সাগর। এ ঘটনায় নিহতের দুলাভাই মহসিন মিয়া বাদী হয়ে জলদস্যু জিতুকে প্রধান আসামি করে গজারিয়া থানায় হত্যা মামলা করেন।

গ্রামবাসী জানায়, হত্যা, ডাকাতিসহ অসংখ্য অপরাধ কর্মকাণ্ড চালানোর অভিযোগ পাওয়া গেছে জলদস্যু জিতু রাঢ়ী ও তার বাহিনীর সদস্যরা।

অভিযোগ প্রসঙ্গে জানতে জলদস্যু জিতু রাঢ়ীর সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। পরে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোনো উত্তর দেননি।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, নৌ ডাকাত ও জলদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ। বাহিনীর প্রধান জিতু রাঢ়ী ও তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। শিগগিরই জলদস্যু জিতু রাঢ়ীকে আইনের আওতায় নেওয়া সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই পুলিশ কর্মকর্তা। 

তিনি আরও বলেন, বর্তমানে নৌ ডাকাত ও জলদস্যুদের অপরাধ কর্মকাণ্ড রোধে পুলিশ অভিযান চালাচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh