ভোলায় বাস শ্রমিক ও সিএনজি চালকদের সংঘর্ষ

ভোলায় বাস শ্রমিক ও সিএনজি চালকদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিক এবং সিএনজি চালকরা কয়েকটি সিএনজি ও বাসে আগুন লাগিয়ে দেয়।

গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ৮ টার পর ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য সিএনজি চালক ও বাস শ্রমিকরা পরস্পর পরস্পরকে দায়ী করেন।

ভোলার পুলিশ সুপার মো. শরিফুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ভোলা ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মো. ফারুক হোসেন হাওলাদার জানান, এ ঘটনায় আহত দুজন শ্রমিককে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। প্রথমে বিক্ষুব্ধ জনতার কারণে কাজ একটু ব্রেক পেতে হলেও পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh