মানিকগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষে লড়ছেন বিএনপিপন্থি এক আইনজীবী। তার নাম মেজবাউল হক। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি।
আইনজীবী মেজবাউল হকের এমন কাজে ক্ষুব্ধ স্থানীয়রা। বিএনপিপন্থি এই আইনজীবীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করেছেন বৈষম্য বিরোধী ছাত্রজনতা।
আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই কর্মসূচি পালন করে তারা।
এ সময় ওই আইনজীবীর অপসারণসহ চার দফা দাবি জানান বিক্ষোভকারীরা।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ লিয়াকত হোসেন মোল্লার আদালতে ৬ আসামি আত্মসমর্পণ করেন। ছাত্রজনতার ওপর হামলার অভিযোগে দৌলতপুর থানায় হওয়া মামলার আসামি ছিলেন তারা। আদালতে আত্মসমর্পণ করে আইনজীবী মেজবাউলের মাধ্যমে জামিন চান ওই ছয়জন। শুনানি শেষে আদালত দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আজিজুল হক, ধামশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী এবং ধামশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনকে জামিন দেন।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং মানিকগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান বলেন, ‘এখনো রক্তের দাগ মুছে যায়নি। কীভাবে বিএনপির একজন সিনিয়র নেতা আওয়ামী লীগ নেতাদের জামিনে সহায়তা করেন তা আমার বোধগম্য নয়।’
এ সময় মানিকগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মেজবাউলকে বহিষ্কারের দাবি জানান এই আইনজীবী।
তবে অভিযোগের বিষয়ে আইনজীবী মেজবাউল হক বলেন, ‘মানবিক কারণে আসামিদের পক্ষে দাঁড়িয়েছিলাম।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh