দীর্ঘ ২৩ বছর প্রবাসে জীবন কাটিয়েছেন বরিশাল নগরীর আস্তকাঠির বাসিন্দা সেলিম খান। উপার্জনের সব টাকাই পাঠিয়েছেন রূপালী ব্যাংকের একাউন্টে। কিন্তু দেশে ফিরে দেখলেন একাউন্ট ফাঁকা। জানতে পারেন ব্যাংকের পাঁচ কর্মকর্তার সহযোগিতায় ১১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করেছে স্ত্রী-সন্তান।
তাই উপায় না পেয়ে বরিশাল অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন সৌদি ফেরত সেলিম খান। মামলায় আসামি করেছেন স্ত্রী-সন্তান এবং রূপালী ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে। বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী মামলাটি তদন্তের জন্য পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগকে (সিআইডি) আদেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- প্রবাসীর স্ত্রী নাসরিন আক্তার, ছেলে নাজমুল খান, মেয়ে জামাই আমান উল্লাহ, রূপালী ব্যাংক সদর রোড শাখার ম্যানেজার, সাগরদী বাজার শাখার ম্যানেজার ও ক্যাশ অফিসার এবং নথুল্লাবাদ শাখার ম্যানেজার ও ক্যাশ অফিসার।
মামলায় সেলিম খান উল্লেখ করেছেন, দীর্ঘ ২৩ বছর সৌদি আরবে জীবন কাটিয়েছেন তিনি। গত বছরের ২ ডিসেম্বর দেশে ফেরেন। রূপালী ব্যাংকে গিয়ে জানতে পারেন একাউন্টে টাকা নেই। খোঁজ নিয়ে জানতে পারেন, অভিযুক্তরা সেলিম খানের স্বাক্ষর জাল করে চলতি বছরের জানুয়ারিতে তিনটি চেকের মাধ্যমে ১১ লাখ ১০ হাজার টাকা তুলে নেন। জানতে পেরে গত ১৩ জানুয়ারি রূপালী ব্যাংকের তিনটি শাখায় গেলে কর্মকর্তারা তাকে হুমকি দিয়ে তাড়িয়ে দেন।
পরবর্তীতে টাকা ফেরত পেতে গত ১৩ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক বরিশালের নির্বাহী পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এ ঘটনায় থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করায় ২৬ জানুয়ারি আদালতে মামলাটি দায়ের করেন সেলিম খান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh