ছাত্রলীগ সন্দেহে ৫ যুবককে পুলিশে দিল জনতা

নারায়ণগঞ্জ মহানগরীতে আওয়ামী লীগের নিষিদ্ধ সহযোগী সংগঠন ‘ছাত্রলীগের নেতাকর্মী’ সন্দেহে পাঁচ যুবককে পুলিশে দিয়েছে জনতা। তবে প্রাথমিক তদন্তে চারজনের সঙ্গে আওয়ামী লীগ বা দলটির সহযোগী কোনো সংগঠনের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন আহমদ।

গতকাল বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মহানগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। পাঁচজনের মধ্যে একজন আড়াইহাজারের আওয়ামী লীগের পলাতক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর খালাতো ভাই মো. বাকের ভুঁইয়া। তিনি আড়াইহাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক।

খোঁজ নিয়ে জানা গেছে, আটক বাকের ভুঁইয়া গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আড়াইহাজার ছেড়ে ফতুল্লার ভুঁইগড় এলাকায় রূপায়ণ টাউনে তার নিজস্ব ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন। বুধবার সন্ধ্যায় তার পূর্ব পরিচিত চারজনকে নিয়ে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে চা খেতে যান। এরপর সেখানকার কেউ তাকে চিনতে পেরে বাকেরসহ পাঁচজনকে শহীদ মিনার প্রাঙ্গণে আটকে রেখে পুলিশে দেয়।

আটক ব্যক্তিরা সদর মডেল থানায় পুলিশ হেফাজতে রয়েছে জানিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন আহমদ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত সন্দেহে পাঁচজনকে শহীদ মিনারে ছাত্র-জনতা আটক করেছে এমন খবর পেয়ে সেখানে যাই। পরে তাদের পুলিশ হেফাজতে থানায় নিয়ে আসি। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে জানতে পেরেছি তাদের মধ্যে চারজন আওয়ামী লীগ বা দলটির কোনো সহযোগী সংগঠনের সাথে জড়িত নন।

সন্দেহজনকভাবে জনতা তাদের আটক করে এবং তারা সবাই ইনডিভিজ্যুয়াল হিসেবে শহীদ মিনারে গিয়েছিলেন জানিয়ে করে নাছির উদ্দিন আহমদ বলেন, পাঁচজনের মধ্যে বাকের নামের একজনের যুবলীগের রাজনীতির সম্পৃক্ততা রয়েছেন। যুবলীগের একটি শাখা কমিটির পদে রয়েছেন। তার বিষয়ে আরো যাচাই-বাছাই চলছে বলে জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh