নেত্রকোণায় বাসার কার্নিশে দেশীয় ধারালো অস্ত্র দেখে পুলিশে খবর দেন বিএনপি নেতা।
জানা গেছে, নেত্রকোণা জেলা শহরের মোক্তারপাড়ায় নিজ বাসার কার্নিশে দেশীয় অস্ত্র দেখে পুলিশে খবর দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফা জেসমিন নাহিন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৬টি ধারালো অস্ত্র জব্দ করে।
গত বুধবার (২৯ জানুয়ারি) রাত সোয়া ৯ টার দিকে তিনতলা বাসার একতলার কার্নিশ থেকে এই অস্ত্র জব্দের ঘটনা হয়।
জব্দ অস্ত্রের মধ্যে রয়েছে, তিনটি রামদা, তিনটি সাইকেলের গিয়ার দিয়ে বানানো অস্ত্র।
নেত্রকোণা মডেল থানার এসআই শাহজাহান খান দেশীয় এই অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফা জেসমিন নাহিন বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যের পাশাপাশি মহিলা দলের সাংগঠনিক সম্পাদক।
আরিফা জেসমিন নাহিন বলেন, বুধবার দুপুরের দিকে বাসার লোকজন কার্নিশে এই দেশীয় অস্ত্র রাখা রয়েছে দেখতে পায়। তখন আমি ময়মনসিংহে ছিলাম। পরে রাতে বাসায় ফিরে পুলিশকে খবর দেই।
তিনি আরো বলেন, আমার বাসায় ডাকাতি এবং আমাকে ও বাসার অন্যদের হত্যার উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র রেখে প্রস্তুতি নিচ্ছিল দুর্বৃত্তরা। এ নিয়ে আতঙ্কে আছি।
জানতে চাইলে নেত্রকোণা মডেল থানার এসআই শাহজাহান খান জানান, ৬টি ধারালো দেশীয় অস্ত্র ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh