কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে আল্টিমেটাম

ফেনীর মহুরী নদীর উজান ও বন্যার পানিতে ভেঙে তলিয়ে যাওয়া নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে নোয়াখালী জেলা প্রশাসক ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আল্টিমেটাম দিয়েছে এলাকাবাসী।  

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার বসুরহাট বাজারের জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধনে তারা এই আল্টিমেটাম দেয়।  

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মুছাপুর রেগুলেটরবিলীন হওয়ায় শত শত বাড়িঘর নদীতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শতশত হেক্টর ফসলি জমি। রেগুলেটরের বিলীনের জন্য অবৈধভাবে বালু উত্তোলনকে দায়ী করে বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জার শাস্তি দাবি করেন। 

মানববন্ধনে বক্তব্য দেন- নোয়াখালী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, চরপার্বতী ইউপি চেয়ারম্যান কাজী হানিফ আনছারী, চরপার্বতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ আল হারুন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশারেফ হোসেন, চরহাজারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, আমেরিকাপ্রবাসী বিএনপি নেতা মোরছালীন শামীম, চরহাজারী হাফেজিয়াপাড়া কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. আলী ডালিম, সেক্রেটারি গোলাম আযম, শিক্ষার্থীদের প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh