৫ আগস্টের পরে জনগণ সবকিছু নিজেরাই ধামাচাপা দেয়: ওসি

৫ আগস্টের পরে জনগণ সবকিছু নিজেরাই ধামাচাপা দেয় বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন। 

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নোয়াখালীর সেনবাগ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. হাকিম (৪০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়।

এ প্রসঙ্গে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়। একই সাথে পিকআপ ভ্যানটি সরিয়ে ফেলা হয়।

তিনি বলেন, ৫ আগস্টের পরে জনগণের একটা বিষয় হয়ে গেছে। তারা আর আমাদেরকে কিছুই জানায় না। তারা নিজেরা নিজেরাই সবকিছু ধামাচাপা দেয়।    

জানা যায়, পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত মো. হাকিম (৪০) উপজেলার কাদরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নজরপুর গ্রামের ছদর উদ্দিন বেপারী বাড়ির আব্দুল বারেকের ছেলে।  

আজ সকালের দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের কল্যাণদী ভূঁইয়ার দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, সিএনজি চালক হাকিম সকাল ৭টার দিকে তার গাড়িতে গ্যাস নেওয়ার জন্য স্থানীয় ভূঁইয়ার দিঘী সিএনজি পাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের কল্যাণদী ভূঁইয়ার দিঘী এলাকায় পৌঁছলে সড়কের একপাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় একটি অজ্ঞাত বেপরোয়া গতির পিকআপ ভ্যান তার সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজি চালক হাকিম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh