মেঘনা নদীতে দুগ্রুপের গোলাগুলিতে নিহত ২

অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরের কালীরচর গ্রামের অদূরে মেঘনা নদীতে কানা জহির ও কিবরিয়া মিজি নামে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রিফাত (২৮) ও রাসেল ফকির (৩৩)। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় আইয়ুব আলীকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা সদরের আধারা ইউনিয়নের মেঘনা নদীতে কানা জহির ও কিবরিয়া মিজি গ্রুপ গোলাগুলিতে লিপ্ত হয়। এতে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। তবে ঘটনাটি চাঁদপুরের মোহনপুর এলাকার মেঘনা নদীতে। তাই আমরা বেশি কিছু বলতে পারবো না। 

তবে চাঁদপুর নৌ-পুলিশের পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, ঘটনাটি আমার এলাকার মেঘনাবক্ষে ঘটেনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh