নোয়াখালীতে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চুলার আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রী মারা গেছেন। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- নিমাই চন্দ্র মজুমদার ও তার স্ত্রী মিলন বালা। তারা উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামের মুনদার বাড়ির বাসিন্দা।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার জোড়খালি গ্রামের মুনদার বাড়িতে রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে। পরে শুক্রবার (৩১ জানুয়ারি) চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বিকাল ৫টায় অগ্নিদ্বগ্ধ নিমাই চন্দ্র মজুমদার মারা যান। হাসপাতালে পৌঁছার পর রাত ৯টার দিকে স্ত্রী মিলন বালার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) রাতের খাবার খেয়ে নিমাই ও তার স্ত্রী ঘুমিয়ে যায়। গভীর রাতে হঠাৎ তাদের রান্নাঘরের চুলা থেকে পুরো ঘরে আগুন লেগে যায়। তাৎক্ষণিক আগুন পাশে থাকা গোয়ালঘরেও ছড়িয়ে পড়ে। এতে গোয়ালঘরে থাকা ৪টি গরু আগুনে পুড়ে মারা যায়। ঘরের আসবাবপত্রসহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। নিমাই ও তার স্ত্রী গভীর ঘুমে থাকায় শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা দেখে আগুন নেভানোর চেষ্টা করে। ভোরে প্রতিবেশীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় নেয়ার পথে কুমিল্লায় অ্যাম্বুলেন্সে বিকেল ৫টার দিকে নিমাইয়ের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় মিলনবালাকে ঢাকায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে রাত ৯টার দিকে মিলন বালা মারা যান।

হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, নিহত দম্পতি রান্নাঘরের পাশে একটি কক্ষে থাকতেন। স্থানীয়দের ভাষ্যমতে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

হাতিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি তাদের জানানো হয়নি। তবে তারা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh