‘সংস্কারের বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে’ বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার। তিনি বলেন, ‘সংস্কারের বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। সংস্কার কমিটি যেসব প্রস্তাব দিয়েছে, তার শতভাগ সম্পন্ন করা সম্ভব নয়। তবে বর্তমান অন্তবর্তীকালীন সরকার যতটুকু সম্ভব সংস্কার করবে। এর পাশাপাশি নির্বাচন আয়োজনের কাজ করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন, তারা বাকি সংস্কার কাজ সম্পন্ন করবেন। তবে আমরা মনে করি, সংস্কার হওয়া জরুরি। এ জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে।’
গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে নাগরিক ঐক্য চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এ কথা বলেন। চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে এ সভা হয়। সভা প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার।
তিনি বলেন, ‘নাগরিক ঐক্য ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যেখানে সব মানুষের সমান অধিকার থাকবে। বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল এবং মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডসহ পাড়া মহালয় নাগরিক ঐক্যের দাওয়াত পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষকে নাগরিক ঐক্যের পতাকা তলে আনতে হবে। এ জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে যায় যায় অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।’
নাগরিক ঐক্য চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন কাননের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক বিএম নুরুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, প্রফেসর এনামুল হক।
এসময় আরো বক্তব্য দেন- জেলা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সরদার, হারুনুর রশীদ, সোলায়মান সরকার মিজানুর রহমান স্বপন, আলী আশরাফ, নাজমা আক্তার, হেনা আক্তার, মমতাজ উদ্দিন মন্টু গাজী, স্বপন কুমার দাস, সুভাষ চন্দ্র সাহা প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh